সিলেটশুক্রবার , ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. জবস
  11. জাতীয়
  12. জোকস
  13. টপ নিউজ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশে বাইরে

গেমিংয়ের ভবিষ্যৎ কোথায়?

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : নভেম্বর ১০, ২০২২
Link Copied!

গেমিংয়ের ভবিষ্যৎ কোথায়,প্রচলিত আছে, ১৯৫৮ সালে পদার্থবিজ্ঞানী উইলিয়াম হিগিনবোথাম প্রথম ভিডিও গেম তৈরি করেছেন। এরপর যুগ যুগ পার হয়েছে, বদলে গেছে গেমিংয়ের চেহারা। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বর্তমানে ভিডিও গেমস আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। স্মার্টফোন থেকে এখন হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস জনপ্রিয়তা পাচ্ছে।

সুইচ কনসোল উন্মোচনের মাধ্যমে হ্যান্ডহেল্ড হাইব্রিড গেমিং খাতে সূচনা হয়েছে নতুন অধ্যায়ের। যার মূলে আছে জাপানি প্রতিষ্ঠান নিনতেনদো। তবে এখন অন্যান্য ডিভাইসে এর চেয়েও ভালো অভিজ্ঞতা পাচ্ছেন ব্যবহারকারীরা।

এর কিছু হার্ডওয়্যারনির্ভর আর বাকিগুলো স্ট্রিমিংভিত্তিক। প্লেস্টেশন ৫-এর মূল সংস্করণের ওজন সাড়ে চার কেজি, যা তার পূর্বসূরির প্রায় দ্বিগুণ।

এক্সবক্স সিরিজ এক্স আকারে এতটাই বড় ছিল যে ইন্টারনেটে অনেকেই মজা করে একে একটি মিনি-ফ্রিজের সঙ্গে তুলনা করেছেন। পরবর্তীতে মাইক্রোসফট আসলে একটি কনসোল আকারের মিনি-ফ্রিজ বানিয়েছিল। স্কাইনিউজ

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে এর আকার ছোট হয়ে এসেছে। কারণ আকারে ছোট ফোন বা ল্যাপটপে এখন তুলনামূলক বেশি ব্যাটারি, প্রসেসিং পাওয়ার ও মেমোরি যুক্ত করা যায়।

গেমিংয়ের ভবিষ্যৎ কোথায়

ভিডিও গেমের বেলায়ও একই কথা প্রযোজ্য। ২০২১ সালে দ্রুত সময়ে ১০ কোটি ইউনিট বিক্রি হওয়া হোম কনসোলের মাইলফলক স্পর্শ করেছে নিনতেনদো। গেম কনসোলটিকে প্রচলিত টিভি কনসোল হিসেবেও ব্যবহার করা যায়।

বর্তমানে এ বাজারে নতুন প্রতিযোগী হিসেবে স্টিম ডেকের মতো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, যারা তুলনামূলক ভালো গ্রাফিকস কার্ড, স্টোরেজ ও প্রসেসর যোগ করছে তাদের পণ্যে।

গত গ্রীষ্মে চীনা কোম্পানি আয়ো নিয়ে এসেছে পোর্টেবল পিসি। চীনা এ কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস নিও এয়ার প্রোতে ৩০ জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানোর সুবিধা রয়েছে।

  • এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।