ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪

মোদির গুজরাট মডেলের সবচেয়ে বড় ফ্যাসিলিটেটর ছিলেন পিটার হাস

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ১, ২০২৪
Link Copied!

ভারতে মনমোহন-যুগের শেষে নরেন্দ্র মোদিকে ক্ষমতায় আনতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ‘গুজরাট মডেল’। ২০১৪ সালে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পেছনেও যে মডেলের বিরাট ভূমিকা ছিল বলে মনে করা হয়।

এই গুজরাট মডেল ছিল ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির একটা মডেল, যেখানে বলা হতো নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে সারা দেশেই একদিন গুজরাটের মতো চওড়া পিচঢালা রাস্তা হবে, বড় বড় শিল্পগোষ্ঠী বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ করবে, সবরমতীর মতো সব নদীতেই প্রাণ ফিরে আসবে এবং কৃষিক্ষেতে সেচের জল আসবে—গুজরাটের উন্নয়নের এই ছবি সারা দেশের একদিন আকাঙ্ক্ষা ছিল।

অথচ নির্বাচন জয়ের পরে এই গুজরাট মডেল সবচেয়ে বড় ফাপাবুলি বা ভাঁওতাবাজি স্ক্যাম হিসাবে পরিচিতি পায়। জেএনইউ-র অধ্যাপক ও অর্থনীতিবিদ জয়তী ঘোষের মতে, গুজরাট মডেল ছিল আসলে বিরাট একটা ‘স্ক্যাম’ বা ভাঁওতাবাজি।

২০১৪ সালে মোদির এই গুজরাট মডেলের সবচেয়ে বড় ফ্যাসিলিটেটর ছিলেন পিটার হাস। ২০১১ থেকে পিটার হাস দিল্লিতে ইউএস অ্যাম্বাসির কাউন্সিলর জেনারেল ছিলেন, এবং পিটার হাস ছিলেন প্রথম কোন কূটনীতিক যিনি ২০০৫ সালে আমেরিকায় প্রবেশে নিষিদ্ধ হওয়ার পর গুজরাটে গিয়ে মোদির সঙ্গে কয়েক দফা সাক্ষাৎ করেন এবং গুজরাট মডেলে ইউএস এর বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।