ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ: দক্ষিণ আফ্রিকা 2024

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ১, ২০২৪
Link Copied!

চলতি বছরের জানুয়ারির ১৯ পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। এবারের আসরটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মাহফুজুর রহমান রাব্বি। বিশ্বকাপেও বাংলাদেশ নেতৃত্ব দেবেন তিনি।আর সহ-অধিনায়ক করা হয়েছে আহরার আমিনকে। এ ছাড়া প্রত্যাশিতভাবেই এশিয়া চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ সদস্যই রয়েছেন যুব বিশ্বকাপ স্কোয়াডে।

বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে ক্যাম্প হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

স্ট্যান্ড বাই: নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও আকান্ত শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।