ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : জুন ২৭, ২০২৪
Link Copied!

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, হতাহত তিনজনই বিয়ানীবাজারের খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করতেন ও একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নিহত জুয়েল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃত আব্দুল সিরাজের ছেলে। গুরুতর আহতরা হলেন, উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক মো. আসাদুর রহমান বলেন, সকাল সাড়ে আটটার দিকে তারা তিনজনই সড়কের পাশে দোকানের বেঁকে যাওয়া রড সোজা করার কাজ করছিলেন। তখন রড বিদ্যুতের লাইনের সাথে লেগে যাওয়াতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদেরেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন৷ আশঙ্কাজনক অবস্থায় বাকি দুইজনকে সিলেটে পাঠানো হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে ও এ ঘটনায় তদন্তকাজ চলমান রয়েছে বলেও জানায় পুলিশের ওই উপ পরিদর্শক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।