ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪

বাংলাদেশ থেকে ৯০০ মোটরসাইকেল চালক নেবে দুবাই, বেতন 83 হাজার!

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : জুন ৬, ২০২৪
Link Copied!

বাংলাদেশ থেকে ৯০০ মোটরসাইকেল চালক নেবে দুবাই, বেতন ৮৩ হাজার!

সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশার বাণী শুনিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এবার তারা ৯০০ জন মোটরসাইকেল চালক নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। এজন্য ইতোমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্থ বাংলাদেশ মিশনে।

আবারও সংযুক্ত আরব আমিরাতে কাজের সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। 

বাংলাদেশ থেকে ৯০০ মোটরসাইকেল চালক নেবে দুবাই, বেতন ৮৩ হাজার!

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, এরইমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে ৯০০ কর্মীর ডিমান্ড লেটার পেয়েছেন তারা। আপাতত কোম্পানিটি ৯০০ বাইক রাইডারের ডিমান্ড করলেও, তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেয়ার কথা জানিয়েছে।

বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: আরব আমিরাতে ডেঙ্গু আতঙ্ক, আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু 

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত ২৪ মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ১৬টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে, কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী।

এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এর পরই তাদের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দেয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে ২৬০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার বেশি) পাবেন। দেয়া হবে আবাসন সুবিধাও। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সুএঃ সময় টিভি নিউজ

বাংলাদেশ থেকে ৯০০ মোটরসাইকেল চালক নেবে দুবাই, বেতন ৮৩ হাজার!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।