ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪

ফের বন্যার চোখ রাঙানি

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : জুন ২৯, ২০২৪
Link Copied!

ফের বন্যার চোখ রাঙানি

আরেক দফা বন্যার মুখের পড়ার শঙ্কায় রয়েছে সিলেট ও সুনামগঞ্জ। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

মৌলভীবাজারে নদ-নদীর পানি কমছে, ঘরে ফিরছে মানুষ

বৃষ্টিপাত কমায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছিল গত কিছুদিন ধরে। তবে এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।একইসঙ্গে উজানে ভারতের রাজ্যগুলোতেও বেড়েছে বৃষ্টিপাত। ফলে ফের সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা তথ্য কেন্দ্র থেকে শুক্রবার জারিকৃত পূর্বাভসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে সোমবার সকাল পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। এ সময় সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা ও সারিগোয়াইন নদ-নদীর পানি দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা শনিবার (২৯ জুন) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী তিনদিনে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। এ সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীর পানির সমতল দ্রুত বেড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন:

কাউন্সিলরের বাড়িতে দফায় দফায় হামলা, মেয়রের উদ্বেগ

কাউন্সিলরের বাড়িতে দফায় দফায় হামলা, মেয়রের উদ্বেগ

সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমানের পৈতৃক ভিটা ও বাসভবনে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় তার অনুসারীর বাড়িও। এতে আহত হয়েছেন অন্তত চারজন। এমন হামলার নিন্দা জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র।

বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে নগরীর শাপলাবাগ এলাকায় কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে অতর্কিতভাবে তার পৈতৃক ভিটায় হামলা চালান। পরে নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়।
চাঁদাবাজি-দখলবাজির প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়েছে বলে মনে করেন তিনি।

একই সঙ্গে আজাদুরের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলীর বাসায়ও হামলা হয়েছে।

খবর পেয়ে আজাদুরের অনুসারীরা জড়ো হলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা। এতে আজাদুরের ছেলে তাহমিদুর রহমান এবং তার অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার (২৮ জুন) দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর ও পূর্ব শাপলাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পৈতৃক ও নিজস্ব বাসভবনে একযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আমি ও আমার পুরো পরিষদ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।’

হামলার ঘটনায় শনিবার এক জরুরি সভাও ডেকেছে সিসিক।

আরও পড়ুন:

চাঁদাবাজির অভিযোগে যুবলীগ সভাপতিসহ আটক ৫

চাঁদাবাজির অভিযোগে যুবলীগ সভাপতিসহ আটক ৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে নৌকা থেকে চাঁদাবাজির সময় শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার সোলেমানপুর বাজারের পাশে নদীর পশ্চিম দিক থেকে তাদের আটক করা হয়। টুকের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ফজলুল হক (৫০), হাবিবুর রহমান (৪৫) কামরুল মিয়া (৩৫), কহিনুর মিয়া (৩৬ ও ইমরান (৩০)। তারা সবাই উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে বিভিন্ন নৌকা থেকে জোরপূর্বক মারধর করে একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অবস্থান নিয়ে আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করি। এ সময় চাঁদা আদায় করার ঘটনা চোখে পড়ে। পরে অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ ৫ জনকে আটক করা হয়। এ সময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ‘নৌ-পুলিশ ৫ জনকে আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।