এক ম্যাচ খেলেই বেঞ্চে সাকিব,বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ না হতেই পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের ফ্র্যাঞ্চাইজিতে দুর্দান্ত ফর্মে থাকা টাইগার অলরাউন্ডার সেখানে এক ম্যাচ না খেলতেই একাদশ থেকে ছিটকে গেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পেশোয়ার জালমি নিজেদের দ্বিতীয় ম্যাচে মুলতান সুলতান্সের মুখোমুখি হয়। বাবর আজমের দল এদিন সাকিবের পরিবর্তে একাদশে ভিড়িয়েছে ক্যারিবীয় ব্যাটার রভম্যান পাওয়েলকে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পেশোয়ারের হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নিজের প্রথম ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগ না পেলেও, সুযোগ ছিল বল হাতে নজর কাড়ার।
প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে সাকিব নিজের যোগ্যতার প্রমাণ দিলেও, পরবর্তী দুই ওভারে যথাক্রমে ৮ ও ২১ রান দিয়ে সবাইকে হতাশ করেন। অধিনায়ক বাবর আজম তার হাতে আর বল তুলে দেয়ার সাহস করেননি। ৬ ওভারেই প্রায় জয় নিশ্চিত হয়ে যাওয়া ম্যাচটিতে প্রায়ই হারতেই বসেছিল পেশোয়ার। ২০০ রানের টার্গেট দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি তারা জিতেছে মাত্র ২ রানে। ওই ম্যাচে ওয়াহাব রিয়াজ ও জেমস নিশাম ছাড়া পেশোয়ারের বাকি সব বোলারই ছিল বেশ খরুচে।
অথচ দেশ ছাড়ার আগে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। ১১ ইনিংসে ৩ ফিফটির সাহায্যে ৪১.৬৬ গড়ে করেছিলেন ৩৭৫ রান। স্ট্রাইকরেটটা ছিল ১৭৪ এর উপরে। আর বল হাতে ৬.৩১ ইকোনমিতে ১৩ ইনিংসে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। এমন দুর্দান্ত ফর্ম নিয়েও পাকিস্তান সুপার লিগে এক ম্যাচ খেলেই বেঞ্চে থাকতে হচ্ছে সাকিবকে।
- এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।