ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪

পাঁচ বছরে বহুগুণ বেড়েছে ইমরান খানের সম্পদ: পাকিস্তান নির্বাচন 2024

পুর্বের আলো অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ১, ২০২৪
Link Copied!

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে ২২৭.২ মিলিয়ন রুপির বেশি। ২০১৮ সালে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর সম্পদের মূল্য ছিল ৩৮.৬৯ মিলিয়ন রুপি।

দেশটির জাতীয় নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনী হলফ নামা থেকেই জানা গেছে ইমরান খানের সম্পদের পরিমাণ। তিনি লাহোর ও মিনাওয়ালী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে দুটি মনোনয়নই বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র অনুযায়ী, ২০২৩ সালে তার সম্পদের মূল্য ছিল ৩১৫.৯ মিলিয়ন রুপির বেশি।

বর্তমানে জেলবন্দী এই নেতার প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও নিজস্ব কোনো গাড়ি নেই। বিভিন্ন স্থানে জায়গা-জমি, ফ্ল্যাট ও দোকান থাকার তথ্য জানিয়েছেন ইমরান। মনোনয়নপত্রে উল্লেখ করেছেন, তিনি রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতক করেছেন ও তার পেশা মানুষের সেবা করা।

নথি অনুযায়ী লাহোরের জামান পার্ক উত্তরাধিকার সূত্রে একটি বাড়ি পেয়েছেন। বাড়ি বাবদ তার খরচ হয়েছে ৪৮.৬ মিলিয়ন রুপির বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।